ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিবির লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৪:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০১৫

আইসিবির লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের পর সরকারী বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আজ বুধবার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ফেসভ্যালু পরিবর্তন সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আইসিবির শেয়ার লেনদেন বন্ধ ছিল। আজ বুধবার থেকে আইসিবির শেয়ারের ফেসভ্যালু (অভিহিত মূল্য) ১০ টাকা কার্যকর হবে। উল্লেখ্য, এ সরকারী বিনিয়োগ প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬৩২ কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ৬ কোটি ৩২ লাখ ৮১ হাজার ২৫০টি। আইসিবি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার মঙ্গলবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এ কোম্পানি ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৯৫ শতাংশ নগদ লভ্যাংশ। উল্লেখ্য, মেঘনা পেট্রোলিয়াম ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×