ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরে দেখা ভাষা আন্দোলন

প্রকাশিত: ০৪:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৫

ফিরে দেখা ভাষা আন্দোলন

বর্ধমান হাউস বর্ধমান হাউস একুশের অন্যতম স্মারক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গবর্নর জেনারেল নুরুল আমিন এই ভবনে বাস করতেন। ১৯৪৮ সালের ১৫ মার্চ সম্পাদিত রাষ্ট্রভাষা চুক্তির পূর্বে এখানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তৎকালীন গবর্নর খাজা নাজিমুদ্দিনের কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। ১৬ মার্চ চুক্তি বাতিলের দাবিতে বর্ধমান হাউস অভিমুখে মিছিল বের হয়। এদিন পুলিশী নির্যাতনে ছাত্ররা আহত হন। অমর একুশের রক্তাক্ত অধ্যায়ের পর ভাষা আন্দোলনের তাত্ত্বিক প্রবক্তারা বাংলা ভাষার সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্ব আক্ষেপ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ভাষা শহীদদের স্মরণে বর্ধমান হাউস এ বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পূর্ববাংলার প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার বর্ধমান হাউসে বাংলা একাডেমি উদ্বোধন করেন। এই ভবনটিকে বাংলা একাডেমির প্রতীক হিসেবে ধরে নেয়া যায়। বর্তমানে ভবনটিতে ভাষা আন্দোলন জাদুঘর স্থাপিত হয়েছে। লেখক : গবেষক [email protected]
×