ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক নিহত

প্রকাশিত: ০৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুর সীমান্তে সোমবার সকালে জমিতে চাষ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়। দিনাজপুর সেক্টরের ২৯ ফুলবাড়ী বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুল জনকণ্ঠকে জানান, সোমবার সকাল ১০টায় বিরামপুর উপজেলার অচিন্ত্যপুর সীমান্তের ২৯৫ নম্বর মেইন পিলারের কাছে নিজ জমিতে চাষ করছিল শিবপুর চাপড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নজরুল ইসলাম (৩২) ও একই গ্রামের আফসার আলীর ছেলে সাইদুর রহমান (৩০)। এ সময় ভারতের ৯৬ ব্যাটালিয়ন বিএসএফের ঘুমসি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় কৃষক নজরুল ইসলাম। গুলিবিদ্ধ হয়ে আহত হয় সাইদুর রহমান। সাইদুরকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
×