ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবদল নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৮:১২, ২ ফেব্রুয়ারি ২০১৫

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবদল নেতা গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে মধ্যে রাজধানীর নিউমার্কেটের সামনে বাসে আগুন দিয়ে পালানোর সময় আবদুর রাজ্জাক (২৫) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের রাসেল প্লাজার সামনে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। পরে জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালালে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়। নিউমার্কেট থানার এসআই মমতাজ আলম জানান, আবদুর রাজ্জাক ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা আগুন দিয়ে পালানোর সময় রাজ্জাক পুলিশের গুলিতে আহত হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দমকল কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আব্দুর রাজ্জাককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত যুবদল নেতা আব্দুর রাজ্জাক জানান, তার সঙ্গে আরও ৪ জন ছিল। তিনি জানান, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের নির্দেশে ওই বাসে আগুন দিই। তার সঙ্গে ছিল জাহাঙ্গীর সরদার, পেটকাটা সন্তোষ ও জাহাঙ্গীর। তারা ইডেন কলেজের সামনে থেকে বাসে ওঠে। পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে।
×