ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে নিয়ে আকরামের উদ্বেগ

প্রকাশিত: ০৬:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানকে নিয়ে আকরামের  উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে চিন্তিত দেশটির সাবেক তারকা ওয়াসিম আকরাম। আর সব বড় দল থেকে মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন পাকিরা অনেকটাই পিছিয়ে বলে মনে করেন তিনি। ব্যাটিংয়ে বড় খেলোয়াড় আছেন, যেমন- মিসবাহ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনুস খান, অলরাউন্ডার হিসেবে শহীদ আফ্রিদি, হারিস সোহেল। কিন্তু কন্ডিশন অনুযায়ী বোলারের ঘাটতি, দুর্বল দলীয় নৈপুণ্য ও সম্প্রতি পরফর্মেন্স ভাবাচ্ছে ওয়াসিমকে। দল গুছিয়ে ওঠার মতো সময়ও আর হাতে নেই বলে মনে করেন তিনি। ‘কন্ডিশন অবশ্যই গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় বিষয় নিজেদের গুছিয়ে নেয়া। আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করে যাওয়া। এই জায়গাতেই ঘাটতি আমাদের। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে আশানুরূপ খেলতে পারেনি মিসবাহরা। ভারতের মতো দলকেও অস্ট্রেলিয়ার কন্ডিশনে হতশ্রী দেখাচ্ছে। নিজেদের গুছিয়ে নেয়ার জন্য হাতে একদমই সময় নেই। সত্যি বলতে, বিশ্বকাপে পাকিস্তান তো বটেই, উপমহাদেশের অন্য দলগুলো নিয়েও চিন্তিত আমি।’ বলেন ওয়াসিম। তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ ছাড়া দুটি প্রস্তুতি ম্যাচের সুযোগ। অল্প এই কদিনে এতটা বিরূপ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া আসলেই কঠিন। আমি তাই প্রস্তুতি নিয়ে শঙ্কিত। এমনিতে আমরা ভাল অবস্থায় নেই। বিশেষ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তুলনায়।’ নিউজিল্যান্ডের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারলে ভাল হতো বলে মনে করন সাবেক এই গ্রেট। মজার বিষয়, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ওই দলের সদস্য ছিলেন ওয়াসিম। এরপর ১৯৯৯-এ নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালেও তুলে নিয়েছিলেন। তবে এই দলের পক্ষে অতীতের পুনরাবৃত্তি কঠিন। বিশেষ করে বোলিং নিয়ে একদমই আশাবাদী নন তিনি। ওয়াসিম আরও যোগ করেন, ‘ব্যাট হাতে মিসবাহ দারুণ ছন্দে, আছে সরফরাজ, হাফিজ। আফ্রিদি যথারীতি দুর্বার। কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশনে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো বোলার নেই। সাঈদ আজমলের নিষেধাজ্ঞা, হাফিজের বল করতে না পাররা ও ইনজুরির জন্য উমর গুলকে হারানো বড় ক্ষতি। এসব ওভারকাম করে সাফল্য পাওয়াটা আসলেই কঠিন।’ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ছাড়া এবারের বিশ্বকাপ সহ-আয়োজক নিউজিল্যান্ড অবিশ্বাস্য কিছু করে বসবে বলেই মনে করেন ওয়াসিম। ‘নিউজিল্যান্ডের এই দলটা দেখে মুগ্ধ আমি। কী চমৎকারভাবেই না নিজেদের গুছিয়ে নিয়েছে কিউইরা। প্রতিটি পজিশনে সেরা পারফর্মার রয়েছে। ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বে এবার ওরা বিশ্বকাপ জয় করলেও অবাক হওয়ার কিছু নেই!’
×