ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশ ॥ গবর্নর

প্রকাশিত: ০৪:২০, ২ ফেব্রুয়ারি ২০১৫

নতুন মুক্তিযুদ্ধ করছে  বাংলাদেশ ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমরা বর্তমানে নতুন মুক্তিযুদ্ধ করছি। আর সে যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ। বাংলাদেশ ব্যাংক এ যুদ্ধে নিয়োজিত রয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ২০১৪ (দ্বিতীয় ব্যাচ) সমাপনী এবং ২০১৫’র প্রথম ব্যাচের উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনীতির ইনক্লুশন গ্রোথ নিশ্চিত করা। আমি চেষ্টা করেছি কেন্দ্রীয় ব্যাংককে সনাতন ধারণা থেকে বের করে নতুন ধারায় আনার। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করছে। কারণ ব্যাংক নিয়ে আমরা শুধু নিজেরা স্বপ্ন দেখছি না বিশ্বকে স্বপ্ন দেখাচ্ছি। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেপুটি গবর্নর এস কে সূর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।
×