ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওষুধ শিল্পের প্রতি থাই ব্যবসায়ীদের আগ্রহ

প্রকাশিত: ০৪:১৯, ২ ফেব্রুয়ারি ২০১৫

ওষুধ শিল্পের প্রতি থাই  ব্যবসায়ীদের আগ্রহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ থাই উদ্যোক্তাদের বাংলাদেশে পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, তৈরি পোশাক এবং আইটি শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। রবিবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবন মিলনায়তনে সফররত থাই ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক ‘বিজনেস নেটওয়ার্কিং’ সভায় এমসিসিআই নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সভায় এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আনিস এ খান, থাই প্রতিনিধিদলের প্রধান থাই বিনিয়োগ বোর্ডের ডেপুটি সেক্রেটারি জেনারেল চকিদি কাউসাং, থাই দূতাবাসের কাউন্সিলার পাসিত চুয়াদাবুদ্দী প্রমুখ বক্তব্য দেন। সৈয়দ নাসিম মঞ্জুর বাংলাদেশকে বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার উৎকৃষ্ট স্থান উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ড আঞ্চলিক বাণিজ্য সংস্থা বিমেসটেকের সদস্য। এই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সস্তা শ্রমবাজারের বাংলাদেশে থাই উদ্যোক্তারা অপেক্ষাকৃত স্বল্প ব্যয়ে এখানকার পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, তৈরি পোশাক এবং আইটি শিল্পে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
×