ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সন্তানের হত্যামামলা ফের তদন্তের দাবি

প্রকাশিত: ০৩:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৫

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা  সন্তানের হত্যামামলা  ফের তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ ফেব্রুয়ারি ॥ মুক্তিযোদ্ধার সন্তান মনির হত্যারহস্য ১৪ বছরেও উদ্ঘাটিত হয়নি। নৃশংস এ ঘটনায় দায়ের করা মামলাটি ২০০২ সালের সেপ্টেম্বর মাসে পটুয়াখালীর ডিবি পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপর মনিরের পরিবার থেকে এ নিয়ে কেউ আর ঘাঁটাঘাঁটি করেনি। প্রভাবশালী মহল আর পুলিশের ভূমিকায় পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তার কথা ভেবে চুপসে গেছেন বলে স্থানীয়দের ধারণা। ২০০০ সালের পহেলা ফেব্রুয়ারি রাত আনুমানিক আটটার সময় আলীপুর মৎস্যবন্দর থেকে মনিরকে ডেকে নেয়া হয়। পরের দিন বিকেলে আলীপুর বাজার থেকে পূর্বদিকে বিলে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সবশেষ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন ডিবি পুলিশের এসআই মোসলেহ উদ্দিন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন, খুনের ঘটনা সত্য। হত্যারহস্য উদ্ঘাটন করা যায়নি। ভবিষ্যতে উদ্ঘাটনের সম্ভাবনা কম থাকায় মামলাটি মূলতবি রয়েছে। কমান্ডের আহ্বায়ক বদিউর রহমান বন্টিন ও সদস্য হাবিবুল্লাহ রানা ফের এ হত্যাকা-ের তদন্তের দাবি করেছেন।
×