ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চায়না সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৩:২১, ২ ফেব্রুয়ারি ২০১৫

চায়না সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘ডানহুয়াং মেলোডি চার্ম অব দ্য ইস্কিলরোড’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ সোমবার। বাংলাদেশ-চায়না কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি ও চীনা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার, বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । গানসু অপেরা হাউজ অব চায়নার পরিবেশনায় ডানহুয়াং মেলোডি চার্ম অব দ্য ইস্কিলরোড শিরোনামের এ সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর চেন সুয়াং, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন ও জেনারেল সেক্রেটারি এইচএম জাহাঙ্গীর আলম রানা।
×