ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে ৪২ লাখের বেশি শিক্ষার্থী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করছে

প্রকাশিত: ০৮:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৫

দেশে ৪২ লাখের বেশি শিক্ষার্থী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা  গ্রহণ করছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে এ পর্যন্ত ২০,৫০০ মাধ্যমিক এবং ১,৫১৫ সরকারী বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। যেখানে ৪২ লাখেরও বেশি শিক্ষার্থী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। শনিবার ঢাকায় সেভ দ্য চিলড্রেনের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মন্ত্রী স্বীকার করে বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের আন্তরিকতার অভাবে কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না।
×