ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তালতলীতে পাউবির সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০ আটক এক

প্রকাশিত: ০৫:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৫

তালতলীতে পাউবির  সম্পত্তি দখল নিয়ে  সংঘর্ষে আহত ১০ আটক এক

সংবাদদাতা, আমতলী, ৩১ জানুয়ারি ॥ শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া স্লুইসগেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে দোকান ঘরের জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিপাড়া স্লুইসগেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে হারুন মিয়ার দোকান ঘর প্রতিপক্ষ সেকান্দার ঘটনার দিন রাতে দখল করতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির হয় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাজু (২২), ইকবাল (২৫) হারুন (৪০), মোস্তফা (৪৫) ফাতেমা (৬০) ও সেকান্দারকে (৭০) গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চার জনকে তালতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শনিবার সকালে আহত হারুনের স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে তালতলী থানায় মামলা করেছে। পুলিশ সেলিম নামের একজনকে আটক করেছে।
×