ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ হবে কবে ?

প্রকাশিত: ০৫:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৫

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ হবে কবে ?

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩১ জানুয়ারি ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের দক্ষিণ জলদী দারোগা বাজার সংলগ্ন এলাকায় ২০১০ সালের মার্চ থেকে জনগুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘদিন কাজ চলমান থাকার পরেও এই কাজের কোন পরিসমাপ্তি হচ্ছে না। অপর দিকে বাঁশখালীতে প্রতিনিয়ত সংঘটিত অগ্নিকা-গুলো সাধারণ জনগণের নীরব দর্শকের মতো চেয়ে থাকা ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। অপর দিকে পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া অথবা সাতকানিয়া থেকে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের এখানে এনে অগ্নিকা- নিরূপণের কার্যক্রম চালাতে গেলেও ২-৩ ঘণ্টা সময় চলে যায়। ফলে অগ্নিকা-ে সর্বস্বান্ত হয়ে যায়। গত বৃহস্পতিবার বাঁশখালীর প্রধান সড়কে দুর্ঘটনা কবলিত বাসে আগুন ধরিয়ে দিলে বাসের গ্যাস সিলিন্ডার থাকায় কেউ আগুন নেভাতে সাহস পায়নি। অপর দিকে বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত একমাত্র প্রধান সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় অগ্নিকা-ের ফলে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। বাঁশখালীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীতে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘ ৫ বছরেও তা শেষ না হওয়ায় সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হয়।
×