ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে এ মাসেই মুখ্যমন্ত্রী হচ্ছেন মুফতি সাঈদ

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৫

কাশ্মীরে এ মাসেই  মুখ্যমন্ত্রী হচ্ছেন  মুফতি সাঈদ

নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসেরও বেশি সময় পরে বিজেপি ও পিডিপি জম্মু ও কাশ্মীর রাজ্যে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি চূড়ান্ত করেছে এবং রাজ্যে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। পিডিপির পৃষ্ঠপোষক মুফতি মোহাম্মদ সাঈদ ফেব্রুয়ারির মাঝামাঝি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। উপ-মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে। দলীয় নেতা নির্মল সিং ওই পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকার শীর্ষে আছেন। ভারতের ক্ষমতাশীল বিজেপি দেশের সংবিধান থেকে রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদানের ৩৭০ ধারা বাতিল করার তাদের প্রতিশ্রুত ম্যান্ডেট না পেলেও এখন তারা ক্ষমতাসীন জোটের অংশীদার হয়ে এতদাঞ্চলের ইতিহাসে প্রথমবারের মতো যুগান্তকারী অবলম্বন খুঁজে পেয়েছে। বুধবার বিজেপি ও পিডিপি উভয় দলের নেতৃবৃন্দ গবর্নর এন এন বোহরার সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হলেও ৯ ফেব্রুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উত্থাপন করবেন। -ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেস
×