ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যাপিকা মমতাজ বেগমকে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৫

অধ্যাপিকা মমতাজ বেগমকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ রোকেয়া পদকে ভূষিত অধ্যাপিকা মমতাজ বেগমকে সংবর্ধনা প্রদান করেছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ। শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আলহাজ শাজাহান কবির বীরপ্রতীক, আব্দুস সামাদ পিন্টু, ফরিদা খানম শাকি, অধ্যাপক এস.এম. সহিদুল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, অধ্যাপিকা মমতাজ বেগম মুক্তিযুদ্ধে মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে সম্মুখযুদ্ধ করেছিলেন। এছাড়া তিনি বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকা-ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মন্ত্রী বলেন, বিশেষ করে নারীদের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার অধ্যাপিকা মমতাজ বেগমকে রোকেয়া পদকে ভূষিত করেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের পক্ষ থেকে মমতাজ বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
×