ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলনে তথ্য আদিবাসী নারী ও শিশুদের ওপর সহিংসতা বাড়ছে

প্রকাশিত: ০৫:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৫

সংবাদ সম্মেলনে তথ্য আদিবাসী নারী ও  শিশুদের ওপর  সহিংসতা বাড়ছে

জবি সংবাদদাতা ॥ আদিবাসী নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। ধর্ষণ ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে সহিংসতার হার বেড়েছে প্রায় দেড় গুণ। আদিবাসী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক চৈতালী ত্রিপুরা। তিনি জানান, ২০১২ সালে ৭৫ জন, ২০১৩ সালে ৬৭ জন এবং ২০১৪ সালে ১১৭ জন আদিবাসী নারী ও শিশুদের ওপর সহিংসতা চালানো হয়। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, মোট জনসংখ্যার মধ্যে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা ঘটলেও তুলনামূলকভাবে এই হার আদিবাসী নারী ও শিশুদের ক্ষেত্রে অনেক বেশি। দেশে মোট জনসংখ্যার ১.২ শতাংশ আদিবাসী হয়েও তাদের ওপর সহিংসতার হার ১২ শতাংশ। তাই এটা খুবই উদ্বেগের বিষয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাখি দাস, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, আয়োজক সংগঠনের সদস্য সচিব চঞ্চনা চাকমা, সদস্য পার্বতী রায়, সুজয়া ঘাগ্রা ও সিলভিয়া খিয়াং।
×