ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্ঝরের ‘গরমিল’

প্রকাশিত: ০৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৫

নির্ঝরের ‘গরমিল’

স্টাফ রিপোর্টার ॥ আসছে ভালবাসা দিবসের জন্য ‘গরমিল’ শিরোনামের একটি দ্বৈত গানের কণ্ঠ দিয়েছেন নির্ঝর। গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। নির্ঝরের সঙ্গে গেয়েছেন কদর। সুর সঙ্গীত সজীব দাস। রোদের সময় বৃষ্টি-ভাবনা, প্রেমের গরমিল-এ ধরনের কথায় বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা নির্ঝর ও কদর। এটি শিল্পীদের কণ্ঠে প্রথম দ্বৈত গান। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। এসএমএস স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন শিল্পীদ্বয়, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরচিালক। আসছে ভালবাসা দিবসে গানটি প্রকাশ পাবে। নতুন গান প্রসঙ্গে নির্ঝর বলেন, গানটি অনেক গোছানো ও কাব্যপ্রধান। লেখা ও সুর মনে ধরেছে বলেই গানটি পরিপূর্ণ হয়েছে। এটি একটি ভালমানের আধুনিক গান। গানটি গাইতে আমারও খুবই ভাল লেগেছে। আশা করি শ্রোতাদের কাছেও ভাল লাগবে। প্রসঙ্গত, আশিক বন্ধু ও সজীব দাসের ‘রোড নাম্বার এক’ এ্যালবামের সফলতার পর দ্বিতীয় প্রজেক্ট হলো নতুন এই মিক্সড এ্যালবামটি। এ্যালবামটিতে অন্য গানগুলো করেছেন ঝিলিক, নির্ঝর, লুৎফর হাসান, আরজে রাজু, অরিন, শিপু, এমএস রানা, রিয়াজ লিটন, সোহেল, কদর, মোহাম্মদ শাহ আলম ও আনোয়ার আকাশ।
×