ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোকনাট্য সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৫

লোকনাট্য সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ লোকনাট্য গোষ্ঠীর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এবারের সম্মাননা পেয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন সারা যাকের, এসএম মহসীন, ব্যাংকার ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও যাত্রানট হাবিব সারোয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে লোকনাট্য গোষ্ঠীর উদ্যোগে এ গুণীজন সম্মাননার আয়োজন করা হয়। ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি মঞ্চসারথি আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বলেন, মঞ্চ নাটক আমাদের মুক্তিযুদ্ধের সেরা অর্জন। লোকনাট্যগোষ্ঠী মঞ্চ নাটকের পাশাপাশি আমাদের লোকজ কৃত্য শিল্প যাত্রা মাধ্যমে নিয়োজিত রয়েছে ৩৭ বছর ধরে। তাদের এই নিরলস প্রয়াসকে আমি অভিনন্দন জানাই। লোকনাট্যগোষ্ঠীর ভবিষ্যত চলার পথ আরও সুগম হোক এই কামনা করছি। তিনি আরও বলেন, এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশটি অর্জন করেছি। এ দেশের মানুষের কখনও পরাজয় হতে পারে না। আমি আশা করছি আজকের এ সহিংসতা ক্ষণস্থায়ী হবে। লোকনাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক তাপস সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিয়াকত আলী লাকী নির্দেশিত লোকনাট্য দলের নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ হয়।
×