ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মগবাজারে র‌্যাবের অভিযানে ‘ভয়ে’ মৃত্যু

প্রকাশিত: ০৮:৫১, ৩০ জানুয়ারি ২০১৫

মগবাজারে র‌্যাবের অভিযানে ‘ভয়ে’ মৃত্যু

বিডিনিউজ ॥ রাজধানীর মগবাজারে র‌্যাবের অভিযানের সময় এক ব্যক্তি মারা গেছেন, যার মৃত্যু ‘ভয়ে’ হয়েছে বলে ওই বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন। মৃতের নাম মইনুদ্দিন ভূঁইয়া বিপ্লব (৫২)। বৃহস্পতিবার রাতে পেয়ারাবাগের একটি বাসায় মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযানের সময় ওই বাড়িতে ছিলেন তিনি। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, পেয়ারাবাগের একটি টিনশেড বাসায় অভিযান চালায় মগবাজার ক্যাম্পের একটি দল। ওই বাসা থেকে বিপ্লবের সঙ্গে মোঃ আলম ও জাকির হোসেনকে ৬৮টি ইয়াবাসহ আটক করা হয়। ওই বাসাটি আলমের। র‌্যাব গিয়ে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় পেয়েছিল। আটকের পর বাড়ির সবার সামনেই বিপ্লব কেঁপে কেঁপে মাটিতে ঢলে পড়ে। তখন তাকে মগবাজার কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা সাইফুল দাবি করেন, বিপ্লব হৃদরোগে ভুগছিল। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হচ্ছে। বিপ্লবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, সবকিছুতে স্বচ্ছতা প্রয়োজন। তাই ময়নাতদন্ত করা হচ্ছে।
×