ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুতই ফিরছেন আমির

প্রকাশিত: ০৬:২০, ৩০ জানুয়ারি ২০১৫

দ্রুতই ফিরছেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ আবার ক্রিকেটে ফিরছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। ঘরোয়া ক্রিকেট দিয়েই আমিরের ফেরা নিশ্চিত। আইসিসিও দুবাইয়ে সভা শেষে আমিরের ফেরার জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আইসিসি সভা শেষে বলা হয়েছে, আকসু চেয়ারম্যান রনি ফ্লেনাগান ভালভাবেই আমিরকে পর্যালোচনা করেছেন। আমিরও যথেষ্ট সহযোগিতা করেছে। তাই আমিরকে ফেরার অনুমতিও দিয়েছে আইসিসি। ২০১০ সালে ইংল্যান্ডে সিরিজ খেলার সময় ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্ত হওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। যে নিষেধাজ্ঞা ২০১৫ সালের ২ সেপ্টেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। মোহাম্মদ আমিরের প্রতিভা নিয়ে কোন সংশয় ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তার মধ্যে ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকে। কিন্তু সব গড়বড় হয়ে যায় ফিক্সিং কেলেঙ্কারির পর। এখনও সেই ভুলের খেসারত মোহাম্মদ আমির দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তানের তরুণ এই বোলিং-প্রতিভা নিষিদ্ধ ৪ বছর ধরে। ১৪ টেস্টে ৫১ উইকেট শিকারি পাকিস্তানের এ বাঁ হাতি ফাস্ট বোলারের জন্য সুখবর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন। এবার তার নিষেধাজ্ঞা পুরোপুরি কেটে যাবে দ্রুতই। দুবাইয়ে ২ দিনের আইসিসির বোর্ড মিটিংয়ে নির্বাসিত ক্রিকেটারদের নিয়ে আলোচনা হয়। সেখানেই আমিরকে নিয়ে সিদ্ধান্ত হয়।
×