ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপীল ও ডেথ রেফান্সের শুনানি চলছে

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ জানুয়ারি ২০১৫

আপীল ও ডেথ রেফান্সের শুনানি চলছে

স্টাফ রিপোর্টার ॥ পিলখানায় চাঞ্চল্যকর বিডিআর হত্যামামলার আপীল ও ডেথ রেফারেন্সের শুনানি অব্যাহত। মঙ্গলবার পঞ্চম দিনের শুনানিতে ল্যান্স নায়েক একেএম ইকরামুল হক, সিপাহী আবদুল বাসেত, মিজানুল হক, হাবিলদার শফিকুল ইসলামসহ ৩২ আসামির ১৬৪ ধারায় বিচারিক আদালতে দেয়া জবানবন্দী পড়ে শোনানো হয়। বিচারপতি মোঃ শওকত হোসেন, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল কেএম জেনারেল জাহিদ সারওয়ার কাজল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোঃ আমিনুল ইসলাম, জ্যোতিময় বড়ূয়া, শামীম সরদার প্রমুখ। ঘরে বসে নির্দেশ দিয়ে পুড়িয়ে মানুষ মারা হচ্ছে ॥ হাছান মাহমুদ স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতারা বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পেট্টোলবোমা মেরে বহু মায়ের বুক খালি করেছে। নিজের সন্তান হারানোর পর উনি (খালেদা জিয়া) এখন নিশ্চয় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারীর মায়ের বুকফাটা আর্তনাদ অনুভব করছেন। অচিরেই বিএনপিতে ভাঙ্গন ঘটবে জানিয়ে তাঁরা বলেন, অনেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বিএনপিতে আছেন যারা খুব শীঘ্রই জামায়াতের পেটের ভেতরে ঢুকে বিএনপি থেকে বের হয়ে আসবেন। মঙ্গলবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, কথিত অবরোধ-হরতালে দেশের জনগণের ন্যূনতম সমর্থন না পেয়ে ঘরে বসে নির্দেশ দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে।
×