ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একেই বলে ভাগ্য!

প্রকাশিত: ০৫:০০, ২৭ জানুয়ারি ২০১৫

একেই বলে ভাগ্য!

সৌভাগ্য মনে হয় একেই বলে! ভাবুন তো, টাকা ভাঙতি করতে গিয়ে বাধ্য হয়ে লটারির টিকেট কিনলেন, আর তাতে পেয়ে গেলেন দশ মিলিয়ন ডলার। কী মাথা এলোমেলো হয়ে গেল? ভিরমি খেলেন? হবেই তো, হার্ট এ্যাটাক যে হয়নি, এ তো পরম সৌভাগ্য। রিচার্ড নোল সত্যিই সৌভাগ্যবান। ক্ষুধা লেগে গিয়েছিল। স্যান্ডউইচ কিনবেন। কিন্তু সমস্যা হলো পকেটে এক শ ডলারের নোট। কী করবেন, কী করবেন ভাবতে ভাবতেই ঢুকে গেলেন ইস্ট বোস্টনের লানজিলি গ্রোসারিয়াতে। বাধ্য হয়ে সেখান থেকে বিশ ডলারের দুটি প্লাটিনাম মিলিয়নস টিকেট কেনেন নোট ভাঙতি করতে। আর তাতেই বাজিমাত। জিতে নিয়েছেন দশ মিলিয়ন ডলার। পাউন্ডে ছয় লাখ সাতষট্টি হাজার। অবশ্য তিনি পুরো টাকাটাই পাচ্ছেন না। ট্যাক্স কেটে রেখে তার ঝুলিতে ভরবে সাড়ে ছয় মিলিয়ন ডলার। তাও কম নয়। এই টাকা নিয়ে কী করবেন ইতোমধ্যে সেই পরিকল্পনাও ফেঁদেছেন আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যের রিভেরি শহরের অধিবাসী নোল। নতুন একটি বাড়ি কিনবেন তিনি। এছাড়া কিছু টাকা বিনিয়োগ করবেন ব্যবসায়। তবে সবার আগে যে বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন, তা হলো নাতনিকে নিয়ে ওয়াল্ট ডিজনী ওয়ার্ল্ডে ঘুরতে যাওয়া। সৌভাগ্যবান নোল তাই এখন জলে ভাসছেন না, উড়ছেন আকাশে। মেট্রো অবলম্বনে আরিফুর সবুজ।
×