ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেলুচিস্তানে বিস্ফোরণ, পাকিস্তানে ৮০ ভাগ এলাকা বিদ্যুতবিহীন

প্রকাশিত: ০৭:৫০, ২৬ জানুয়ারি ২০১৫

বেলুচিস্তানে বিস্ফোরণ, পাকিস্তানে ৮০ ভাগ  এলাকা বিদ্যুতবিহীন

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিদ্যুত সঞ্চালন কেন্দ্রে রবিবার বিস্ফোরণের পর দেশটির ৮০ ভাগ এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। কোন সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার এই ঘটনা এমন এক সময় ঘটল যখন দেশে তীব্র জ্বালানি সঙ্কট বিরাজ করছে। এএফপি। রবিবারের বিদ্যুত বিপর্যয় সাম্প্রতিক সময়ের দেশটির জ্বালানি খাতের অন্যতম বড় দুর্ঘটনা। এর ফলে শুধু সরাদেশে বিদ্যুত সরবরাহই ব্যাহত হয়নি বরং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর স্বাভাবিক দৈনন্দিন কর্মকা-ও স্থবির হয়ে পড়েছে। বিদ্যুত বিপর্যয়ের এই ঘটনা দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে তাঁর পূর্ব নির্ধারিত সফর বাতিলে বাধ্য করেছে। পাকিস্তানের জ্বালানি খাত অনেকদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আর্থিক সঙ্কটের কারণে থমকে রয়েছে জ্বালানি অবকাঠামো খাতের উন্নয়ন। পানি ও বিদ্যুত উপপন্ত্রী আবিদ শের আলী বলেছেন, বেলুচিস্তানের প্রধান সরবরাহ লাইনে বিদ্রোহীদের আক্রমণের ফলে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের নাসিরাবাদ শহরে ট্রান্সমিশন লাইনে রবিবার বিস্ফোরণটি ঘটে।
×