ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোল বন্দরে পণ্য রাখার জায়গা নেই

প্রকাশিত: ০৪:০২, ২৬ জানুয়ারি ২০১৫

বেনাপোল বন্দরে পণ্য রাখার জায়গা নেই

সাজেদ রহমান, যশোর/আবুল হোসেন, বেনাপোল থেকে ॥ ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কবলে পড়ে পণ্য খালাস কমে যাওয়ায় বেনাপোল স্থলবন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। এতে প্রায় বন্ধ হয়ে গেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, বেনাপোল বন্দরের ধারণক্ষমতা ৪২ হাজার ৭শ’ ১৩ মেট্রিক টন। গত ২০ জানুয়ারি ৪শ’ ৫১ ট্রাক, ২১ জানুয়ারি ৪শ’ ১২ ট্রাক, ২২ জানুয়ারি ৪শ’ ৮০ ট্রাক এবং ২৪ জানুয়ারি ১শ’ ৪৯ ট্রাক পণ্য আমদানি হয়। রবিবার বেলা ১টা পর্যন্ত ১শ’ ৫৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে। অবরোধের মধ্যে প্রতিদিন স্বাভাবিক নিয়মে ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। কিন্তু অবরোধে নাশকতার আশঙ্কায় দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যাহত হওয়ায় পণ্য খালাস কমে গেছে। ফলে ধারণক্ষমতার বেশি পণ্য আটকা পড়েছে বন্দরে। বর্তমানে বেনাপোলের গুদামে পণ্য রয়েছে ৫৫ হাজার মেট্রিক টন। এছাড়া ট্রাক ও বিভিন্ন গাড়ির চ্যাচিজ রয়েছে ৬ হাজার। এতে সৃষ্টি হয়েছে পণ্যজটের। এ অবস্থায় আমদানি চালু থাকলে বন্দর সড়কে যানজট সৃষ্টি হবে। এ কারণে আপাতত ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখা হয়েছে। পণ্যজট কিছুটা কমলে ফের আমদানি বাণিজ্য শুরু করা হবে বলেও জানান তিনি। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, গত বছরের হরতাল-অবরোধের কারণে বাণিজ্য ব্যাহত হয়েছিল।
×