ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে মেঘনা নদীতে বেপরোয়া চাঁদাবাজি

প্রকাশিত: ০৪:০১, ২৬ জানুয়ারি ২০১৫

বরিশালে মেঘনা নদীতে বেপরোয়া চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর কালিগঞ্জ এলাকায় পণ্যবোঝাই জলযান থেকে চলছে বেপরোয়া চাঁদাবাজি। ক্ষমতাসীন দলের স্থানীয় নামধারী কথিত নেতারা এ চক্রের সদস্য হওয়ায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। জলযানের নাবিক ও মাঝিদের অভিযোগে জানা গেছে, মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ অংশের কালিগঞ্জ এলাকায় নদী দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ বিভিন্নস্থানে শত শত জলযান যাতায়াত করার সুবাদে দীর্ঘদিন থেকে প্রভাবশালী ওই চক্রের সদস্যরা প্রতিদিন জলযান থেকে ২ থেকে ৫ শত টাকা করে প্রতিদিন গড়ে অর্ধ লাখ টাকা চাঁদা আদায় করে আসছে। আর এ দাবিকৃত চাঁদার টাকা না দিলে চাঁদাবাজ চক্রের সদস্যরা জলযান চালকদের মারধর করে তাদের দাবিকৃত চাঁদা আদায় করে থাকে। উপজেলার পাতারহাট বন্দরের পণ্যবাহী ট্রলারমাঝি আব্দুল মালেক জানান, ঢাকা থেকে ট্রলারে করে পাতারহাট বন্দরে মালামাল নিয়ে আসার পথে কালিগঞ্জ নামকস্থানে তার ট্রলার থামিয়ে পাঁচশত টাকা চাঁদা দাবি করা হয়। এ টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে দাবিকৃত চাঁদার টাকা নেয়া হয়েছে। পাতারহাট বন্দরের অন্যান্য পণ্যবাহী ট্রলারমাঝি মান্নান মাঝি, নাগর মাঝি, শাজাহান মাঝি, মফিজ উদ্দিন চাঁদা নেয়ার কথা স্বীকার করে বলেন, চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ দেয়া সত্ত্বেও কোন প্রতিকার মেলেনি।
×