ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহেশখালীতে ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জানুয়ারি ২০১৫

মহেশখালীতে ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২৫ জানুয়ারি ॥ বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুত কেন্দ্রের প্রস্তাবিত স্থান মহেশখালীর মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের সংস্কার ও সড়ক সংলগ্ন ব্রিজটি ভেঙ্গে পড়ায় সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মাতারবাড়ী-ধলঘাটার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সংযোগ সড়ক ও ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহার করায় কাজ শেষ না হওয়ার আগেই তা ভেঙ্গে পড়েছে। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল বলেন, এই সড়কটি নিয়ে বিগত উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় একাধিকবার বলার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন সুরাহা করেনি। উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন জানান, সড়ক ও ব্রিজ সংস্কার করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।
×