ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রোটোকল ভেঙে ওবামাকে উষ্ণ আলিঙ্গন মোদির

প্রকাশিত: ০২:৩৭, ২৬ জানুয়ারি ২০১৫

প্রোটোকল ভেঙে  ওবামাকে উষ্ণ আলিঙ্গন মোদির

ভারতের নয়াদিল্লীতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার এসে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সিক্রেট সার্ভিসের সব দাবি মেনে নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। খবর জি নিউজ। ভারতে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতে ভারতীয় কর্মকর্তাদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন সফর নিয়ে। তবে সব সন্দেহ নিরসন করে রবিবার সকালে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান। প্রেসিডেন্ট ওবামা ভারতে নামা মাত্রই প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোদি। ওবামা বিমান থেকে নেমে আসা মাত্রই তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন মোদি। সাধারণত রাষ্ট্রপ্রধানদের সাক্ষাত প্রোটোকলে হাত মেলানো, কুশল বিনিময়; এগুলোই থাকে। মোদি-ওবামার আলিঙ্গনে বিমানবন্দরে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুরু হয় গুঞ্জন। কিন্তু দুই রাষ্ট্রনেতার সৌহার্দ দেখে সবাই চুপ করে গেলেন।
×