ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এক

প্রকাশিত: ০৭:২১, ২৫ জানুয়ারি ২০১৫

রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ জানুয়ারি ॥ জেলার লংগদু উপজেলার দজরপাড়া বাজারে পার্বত্য চুক্তি পক্ষ-বিপক্ষ ২ প্রুপের গোলাগুলির ঘটনায় দুলাল চাকমা (৪০) নামে এক সাধারণ পাহাড়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহত দুলাল চাকমা লংগদু সদর ইউনিয়নের দজরপাড়া এলাকার সহদেব চাকমার ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, লংগদুর দজরপাড়া বাজারে শুক্রবার হাটেরদিন থাকায় অনেক লোকজন উপস্থিত ছিল। হঠাৎ গুলির শব্দে বাজারে আসা পাহাড়ী লোকজন এদিক-সেদিক ছুটে পালানোর সময় দুলাল চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় দুলাল চাকমার শরীরে দুটি গুলি লাগে। জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপ ও চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। তাদের এসব কর্মকা-ের কারণে সাধারণ পাহাড়ীরা প্রতিনিয়ত হতাহত হচ্ছে। যে গুলিবিদ্ধ হয়েছে সে নিরীহ ব্যক্তি। এই ঘটনা খুবই নিন্দনীয়। এদের আইনের আওতায় আনা প্রয়োজন। লংগদু থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দজরপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে শুনেছি। দুলাল চাকমা নামে একজন আহত হয়েছে। তবে কোন অভিযোগ পাওয়া যায়নি। ফরিদপুরে সালিশে সংঘর্ষ ॥ আহত ছয় নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ জানুয়ারি ॥ ফরিদপুরের সালথা উপজেলায় সালিশ বৈঠকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের সাথে পিল্টু মাতুব্বরের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা মীমাংসা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুক্রবার রাতেই উভয় গ্রুপকে নিয়ে সালিশে বসেন। সালিশের শেষ মুহূর্তে উভয় গ্রুপের মধ্যে ফের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মুক্তিযোদ্ধা খোকন মাতুব্বর, নুরুল ইসলাম, জিল্লু মাতুব্বর, পিল্টু মাতুব্বরসহ উভয় গ্রুপের ৬ জন আহত হয়।
×