ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী যাত্রা প্রদর্শনী

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জানুয়ারি ২০১৫

দেশব্যাপী যাত্রা প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ২০১১ সাল থেকে দেশের প্রথম সারির যাত্রাদল দেশ অপেরার তত্ত্বাবধানে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা সচেতনতামূলক বিশেষ যাত্রা প্রদর্শনী। বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দের পরিচালনায় এসব যাত্রার প্রদর্শনীর উদ্যোগ নেয়া হচ্ছে। গণসাক্ষরতা অভিযানের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্ধারিত ৯টি প্রদর্শনীর মধ্যে ৪টি অনুষ্ঠিত হয় গত ডিসেম্বরে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও চট্টগামে। এই ধারাবাহিকতায় আজ রবিবার রাজধানী ঢাকার রাজারবাগে অভয় বিনোদনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শিত হবে যাত্রাপালা ‘মা, মাটি মানুষ’। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চিত্তরঞ্জন দাস। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এম, আলীম নির্দেশিত পালাটি পরিবেশন করবে আকাক্সক্ষা শিল্পগোষ্ঠী। একই দিনে নাটোর সদর থানার সাতনী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ শিল্পীগোষ্ঠী মঞ্চায়ন করবে ‘জীবন নদীর তীরে’, রঞ্জন দেবনাথ রচিত এ পালার নির্দেশনা দিয়েছেন রাবনেওয়াজ খান মেজর। আয়োজনের অংশ হিসেবে ২৭ জানুয়ারি মাদারীপুরের কদমবাড়িতে রয়েছে চৈতালী অপেরার ‘মা, মাটি মানুষ’। ২৮ জানুয়ারি একই পালা মঞ্চস্থ হবে কিশোরগঞ্জে এবং ৩১ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকশিল্প মেলায় দেশ অপেরা মঞ্চায়ন করবে দুটি পালা ‘ময়না মতির সংসার’ ও ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা।’ এ বিষয়ে মিলন কান্তি দে বলেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর একান্ত আগ্রহের কারণেই বাংলাদেশে শিক্ষামূলক যাত্রানুষ্ঠানের একটি ধারা চালু হয়েছে। বিশেষ করে এ ধরনের পালা মঞ্চায়নের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুদের স্কুলে ভর্তি, ঝরেপড়া রোধে সচেতনতা সৃষ্টি করা।
×