ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশজ সংস্কৃতি বিকাশে গুরুত্বারোপ মুন্সীগঞ্জে বিশেষ নৃত্যানুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৫

দেশজ সংস্কৃতি বিকাশে গুরুত্বারোপ মুন্সীগঞ্জে বিশেষ নৃত্যানুষ্ঠান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দেশজ সংস্কৃতি বিকাশে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মুন্সীগঞ্জের জমকালো নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রায় ৪৮ শিল্পী নৃত্য পরিবেশন করেন। হারানো দিনের এবং গ্রাম বাংলার জনপ্রিয় নানা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শুক্রবার গভীর রাত অবধি তারা মাতিয়ে রাখেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত দর্শকদের। মুন্সীগঞ্জ সম্মিলিত নৃত্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। শ্রেষ্ঠ পরিবেশনার জন্য নাজমূল হাসান ও অলিতা আক্তারকে ‘বেস্ট আর্টিস্ট’ পদকে ভূষিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে রতœগর্ভা মায়ের সম্মাননা গ্রহণ করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা জেবুন নাহার। নৃত্যশিল্পী সম্মাননা লাভ করেন সুমী আক্তার, আশিক চৌধুরী মনির, নুরুন্নবী মুন্না, সুমী দাস শুভ্রা ও সাজিদা আফরিন সিমু। সম্মিলিত নৃত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাডভোকেট আবদুল মতিন, সাবেক সভাপতি এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মন্সুর আহম্মেদ কালাম, মুন্সীগঞ্জ সঙ্গীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাসিম, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এ্যাডভোকেট সুজন হায়দার জনি, উদীচীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন ও এ্যাডভোকেট গোলাম মাওলা তপন প্রমুখ। অনুষ্ঠানে দেশজ সংস্কৃতি বিকাশে জাতির অগ্রগতি ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তা বিকাশে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
×