ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্নের বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ জানুয়ারি ২০১৫

স্বপ্নের বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আশার তো শেষ নেই। পারলে তো শেষ পর্যন্ত যেতে চাই। আমরা চেষ্টা করব দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।’ Ñকথাটি বলেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ কোয়ার্টারের স্বপ্ন নিয়েই অস্ট্রেলিয়ার উদ্দেশে শনিবার রাতে উড়াল দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতে দল যাবে ব্রিসবেনে। সেখানে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। অস্ট্রেলিয়া একাদশ নামে একটি দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। এরপর ৯ ফেব্রুয়ারির দুই থেকে তিনদিন আগে বাংলাদেশ দল সিডনিতে যাবে। সিডনিতে ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে। এ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই দল চলে যাবে ক্যানবেরায়। সেখানে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ রয়েছে। এ ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়ন করার পথে হাঁটবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম লক্ষ্যই আফগান বধ। এ ম্যাচটিতে জিতলে আত্মবিশ্বাস বাড়বে। যে আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলোতেও জয়ের জন্য নামার রসদ মিলবে। যে রসদ জয়ও এনে দিতে পারে। এমনটিই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘শুরুটা ভাল করতে হবে। তাহলে সবাই একটা প্লাটফর্ম পাবে। এরপর থেকে বড় ম্যাচগুলো আসবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুতেই। শুরুটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে সব দলকেই হারাতে পারব। তবে শুরুটা ভাল মতো করতে পারলে সব দলের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচ আসবে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ৬ ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। খেলাটি হবে ব্রিসবেনে। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়েই বাংলাদেশ দল বেশি ভাবছে। তাই তো ব্রিসবেনে শুরুতেই দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে মেলবোর্নে ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এ ম্যাচটি শেষে বাংলাদেশের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসবে। যে ম্যাচটিতে বাংলাদেশকে জিততেই হবে। গ্রুপ পর্বে বাংলাদেশ অন্তত দুটি ম্যাচ জিতবে; একটি আফগানিস্তানের বিপক্ষে; আরেকটি স্কটল্যান্ডের বিপক্ষে; তা ধরেই নেয়া হচ্ছে। এবার ৫ মার্চ স্কটল্যান্ডই বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে। তবে ম্যাচটি অস্ট্রেলিয়ায় নয়, হবে নিউজিল্যান্ডের নেলসনে। আবার বাংলাদেশকে ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে আসতে হবে অস্ট্রেলিয়ায়। এ্যাডিলেডে যে এ ম্যাচটি হবে। এরপর আবার যেতে হবে নিউজিল্যান্ডে। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। খেলাটি নিউজিল্যান্ডের হ্যামিল্টনে হবে। এ ম্যাচটি শেষেই বোঝা যাবে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশ পূরণ করতে পেরেছে কিনা। অবশ্য সবারই জানা, কোয়ার্টার ফাইনালে খেলতে হলে গ্রুপ পর্বে ৭ দলের মধ্যে পয়েন্ট তালিকায় সেরা চারে থাকতে হবে বাংলাদেশকে। এ জন্য চারটি ম্যাচ জিততে হবে। তিনটি ম্যাচ জিতলে রানরেটে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে চারটি ম্যাচ জিতলে নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘সত্যি কথা বলতে জয়ের জন্যে নির্দিষ্ট কোন দলের দিকে তাকিয়ে নেই। নির্দিষ্ট কোন দলকে টার্গেট করলে দলের উপর অনেক চাপ থাকবে। আমাদের গ্রুপে যারা আছে তাদের প্রত্যেককেই আমরা বিভিন্ন সময়ে হারিয়েছি। এমন না যে আমাদের কন্ডিশনে জিতেছি। ওদের কন্ডিশনেও আমরা জিতেছি। ইংল্যান্ডকে ওদের মাটিতে, অস্ট্রেলিয়াকে কার্ডিফে হারিয়েছি। কোন নির্দিষ্ট দল নিয়ে না, প্রতিটি দলকে নিয়ে কাজ করছি। আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে সব দলকেই হারাতে পারব।’ বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে মনে করছেন না যে বাংলাদেশ চারটি ম্যাচ জিততে পারে। নিজেই বলেছেন, ‘আমার তো ইচ্ছে করে শেষ পর্যন্ত যাওয়ার। কিন্তু আমি বাস্তবতা কি তা নিয়ে ভাবছি। আমরা প্রথমত একটি একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করব, তারপর লক্ষ্য থাকবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার; তারপর আবারও একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। কোয়ার্টার ফাইনালে যে কোন দলের বিপক্ষে খেলা হতে পারে। আমরা জানি, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের অন্তত চারটি ম্যাচ জিততে হবে। আমাদের অন্তত তিনটি ম্যাচ জয়ের সামর্থ্য আছে। তারপর যদি চারটি জিতে যাই, তবে আমরা কোয়ার্টার ফাইনালে উঠব।’ বোঝাই যাচ্ছে, বাংলাদেশের টার্গেটে আছে আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারানো। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে যে কোন একটি দলকে হারাতে চায় বাংলাদেশ। তা করতে পারলেও দল থেকে যে আশা তা পূরণ হবে। বাস্তবতা বিবেচনায় আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে জিতবে, তা আশা করা হচ্ছে। বাকি চার প্রতিপক্ষ বাংলাদেশের চেয়েও শক্তিশালী হওয়ায় জয়ের আশা করলেও প্রকাশ হচ্ছে না। যদি কোন একটি দলকে হারানো যায়, তাহলে বিশ্বকাপ থেকে বড় প্রাপ্তিই মিলবে। সেই প্রাপ্তি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালেও উঠিয়ে দিতে পারে। যদি রানরেটে বাংলাদেশের সম্ভাবনা জেগে যায়। এ কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছে বাংলাদেশ দল।
×