ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ জানুয়ারি ২০১৫

ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১৬তম আসর। চারদিনের এ প্রথম শ্রেণীর ক্রিকেটে আজ প্রথম রাউন্ডে মিরপুরে ঢাকা-বরিশাল, বিকেএসপি-৩ মাঠে রাজশাহী-ঢাকামেট্রো, ফতুল্লায় রংপুর-চট্টগ্রাম, বিকেএসপি-২ মাঠে খুলনা-সিলেট ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগের শুরুতে খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। যখন লীগ শুরু হবে তখন জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকবেন। তাই খেলতে পারবেন না। এবারের আসরেরও টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশে থাকছে ওয়ালটন। এই বিষয়ে বিসিবি ও ওয়ালটনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। এ উপলক্ষে শনিবার দুপুর একটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজীল চৌধুরী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর বি গ্রুপের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পি আর এ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও সিনিয়র এজিএম মিল্টন আহমেদ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ওয়ালটনকে ধন্যবাদ। বিসিবির সঙ্গে ওয়ালটনের সম্পর্ক অনেক আগে থেকেই। এবার আমি প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছি। প্রথমবারই ওয়ালটনকে পাশে পেয়েছি। আশা করছি, ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাইজমানি হিসেবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২০ লাখ এবং রানার্সআপ দল ১০ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন ৭৫ হাজার টাকা করে। প্রতি খেলার ম্যাচসেরা ক্রিকেটার পাবেন ১৫ হাজার টাকা।
×