ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি বাদশাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

প্রকাশিত: ০৫:৩০, ২৫ জানুয়ারি ২০১৫

সৌদি বাদশাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের সকল সরকারী-বেসরকারী, আধা সরকারী অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশে বিদেশী দূতাবাসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক জানাতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার এক তথ্যবিবরণী বরাত দিয়ে বাসস এ কথা জানায়। সৌদি বাদশাহ আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদশাহর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদশাহ আব্দুল্লাহ শুক্রবার ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর সৎভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।
×