ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৩২, ২৫ জানুয়ারি ২০১৫

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও এইচআর টেক্সটাইল। ডিএসই সূত্রে জানা গেছে, ম্যারিকো ২০১৫ সালের ৩১ মার্চ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের অন্তর্বর্তীকালীন ২২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৯ জানুয়ারি। এর আগে গত বছরের ২২ জুলাই একই বছরের জন্য ম্যারিকো অন্তর্বর্তীকালীন ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এইচআর টেক্সটাইল ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। শাহজিবাজারের বার্ষিক সভা বৃহস্পতিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জানা গেছে, ওই দিন কোম্পানিটির এজিএম সকাল ১১টায়, বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রৃেম অনুমোদন হতে পারে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।
×