ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে রাজনৈতিক অস্থিরতার প্রভাব

প্রকাশিত: ০৪:৩১, ২৫ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে রাজনৈতিক অস্থিরতার প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়তে শুরু করেছে দেশের পুঁজিবাজারে। বিএনপির নেতৃত্বাধীন জোটের জ্বালাও পোড়াও হিংসাত্মক কর্মসূচীর কারণে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা কিছুটা দূরত্বে অবস্থান করায় বাজারে বেশিরভাগ কোম্পানিরই দর কমেছে। পুরো মাসেই এই অস্থিরতার প্রভাব পড়েছে। তৃতীয় সপ্তাহেও অবরোধের মতো কর্মসূচী অব্যাহত থাকায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস মূল্যসূচক কমেছে। বাকি এক কার্যদিবস সূচক সামান্য বেড়েছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে ডিএসইর তিনটি মূল্য সূচক ও টাকার অঙ্কে লেনদেন কমেছে। সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক সূচকটি কমেছে ৩.১৯ শতাংশ বা ১৫৮ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক সূচক কমেছিল ০.২৫ শতাংশ বা ১২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কমেছে ৩০.৪২ শতাংশ বা ৫৬৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৮ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ১৭১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ২১ হাজার ৩৫৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে দৈনিক গড় শেয়ার লেনদেন বেড়েছে ৩০.৪২ শতাংশ বা ১১২ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪৩৮ টাকা। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার ৮৯৭টি। আগের সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ২৮৭টি। অর্থাৎ শেয়ারের হিসাবে লেনদেন কমেছে ২৩.৯২ শতাংশ বা ১১ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৩৯০টি। সপ্তাহ জুড়ে হাতবদল হওয়া মোট ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৭১টির, দর অপরিবর্তিত রয়েছে ১২টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৬৬ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৭৪৮ টাকা বা ২.৪১ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল ১ হাজার কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৪৭৮ টাকা বা ০.৩৯ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ৩০ হাজার ৮০ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৫৮২ টাকা এবং শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ২২ হাজার ১১৪ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৮৩৪ টাকা।
×