ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবরোধেও স্বাভাবিক মংলাবন্দরের কার্যক্রম

প্রকাশিত: ০৬:০৮, ২৪ জানুয়ারি ২০১৫

অবরোধেও স্বাভাবিক মংলাবন্দরের কার্যক্রম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অবরোধের প্রভাব পড়েনি মংলা সমুদ্রবন্দরে। টানা অবরোধের মাঝেও স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামার কাজ। অন্যান্য সময়ের অবরোধ-হরতালের মতো চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতেও দেশের আমদানি-রফতারির দ্বিতীয় লাইফ লাইন মংলাবন্দরে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মোঃ হাসান জানান, চলতি মাসের ১৯ তারিখে এ যাবতকালে মংলাবন্দরে একদিনে সর্বোচ্চ সংখ্যক জাহাজ এসেছে। এই দিনে বিভিন্ন পণ্যবাহী ৬টি জাহাজ বন্দরে নোঙ্গর করে। বর্তমানে বন্দরে ইউরিয়া সার, ক্লিংকার, এলপিজি গ্যাস, ম্যাশিনারিজসহ মোট ৮টি জাহাজ অবস্থান করছে। স্বাভাবিকভাবে চলছে পণ্য ওঠানামার কাজ। মূলত মংলাবন্দর দিয়ে আমদনিকৃত পণ্যের বেশিরভাগই নৌপথে পরিবহন হওয়াতে বন্দরে অবরোধ হরতালের তেমন প্রভাব পড়েনি বলে জানান তিনি।
×