ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় চাল উৎপাদন বন্ধ ॥ শঙ্কায় কৃষক শ্রমিক ব্যবসায়ী

প্রকাশিত: ০৬:০৭, ২৪ জানুয়ারি ২০১৫

নওগাঁয় চাল উৎপাদন  বন্ধ ॥ শঙ্কায় কৃষক  শ্রমিক ব্যবসায়ী

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ দেশের বৃহৎ চালের মোকাম উত্তরের নওগাঁ জেলা টানা অবরোধের কবলে পড়ে চাল উৎপাদনে স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে এখানকার চালকলগুলো। এতে প্রতিদিন প্রায় শত কোটি টাকার লেনদেন থেকে বঞ্চিত হচ্ছেন মিল মালিক ও চাল ব্যবাসীয়রা। চাল উৎপাদন ও সরবরাহ বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা ধান কিনতেও পারছে না টাকার অভাবে। ফলে আমন ধানের বাজার মণপ্রতি ১ থেকে ২শ’ টাকা কমে গেছে। যার প্রভাব পড়ছে কৃষকের ওপর। এরই মধ্যে উৎপাদন বন্ধ হয়েছে প্রায় ৮০ ভাগ চালকলে। কলগুলোতে কর্মরত অন্তত ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। জানা গেছে, জেলার ১১টি উপজেলায় প্রায় ২ হাজার চালকল রয়েছে। অর্ধ শতাধিক রয়েছে চাল উৎপাদনের অটো ও সেমি অটো মিল। সব মিলিয়ে এখানে প্রতিদিন চাল উৎপাদন হয় প্রায় সাড়ে ৪ হাজার টন। উৎপাদিত এসব চাল সরবরাহ করা হয় রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধে ভেঙ্গে পড়েছে সেই সরবরাহ ব্যবস্থা।
×