ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠে নামছে চেলসি, ম্যানসিটি, লিভারপুল

প্রকাশিত: ০৫:৪০, ২৪ জানুয়ারি ২০১৫

মাঠে নামছে চেলসি, ম্যানসিটি, লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ পর্বের ম্যাচে আজ রাতে মাঠে নামছে ফেবারিট দলগুলো। মোট ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো বড় দলও আছে। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ব্র্যাডফোর্ড সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি লড়বে দ্বিতীয় সারির দল মিডলসবার্গের বিরুদ্ধে। চেনা মাঠ এ্যানফিল্ডে লিভারপুল প্রতিদ্বন্দ্বিতা করবে বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে। রবিবার রাতে ব্রাইটনের বিরুদ্ধে খেলবে আর্সেনাল। আর শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে ক্যামব্রিজ ইউনাইটেডের সঙ্গে। সদ্যই প্রীতি ম্যাচে হারের স্বাদ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানসিটি। আজ নিজেদের মাঠে খেললেও মিডলসবার্গ সিটিকে হারানোর স্বপ্ন দেখছে। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও মনে করছেন ম্যাচটি সহজ হবে না। তিনি বলেন, ম্যাচটি সহজ হবে না। প্রতিপক্ষের জন্য সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে, তাদের হারানোর কিছু নেই। অর্থাৎ চাপমুক্ত হয়ে খেলবে। কিন্তু আমাদের জন্য শিরোপা ছাড়া সব ফলাফলই মন্দ। লড়াই হলেও আশা করছি ম্যাচে আমরা জয় পাব। এর আগে নিজ নিজ ম্যাচ জিতে চতুর্থ পর্বে নাম লেখায় পাঁচ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল। তৃতীয় পর্বের ম্যাচে ম্যানইউ ২-০ গোলে তৃতীয় সারির দল ইওভিল টাউনকে, ম্যানসিটি ২-১ গোলে দ্বিতীয় সারির দল শেফিল্ড ওয়েডনেসডেকে, চেলসি ৩-০ গোলে দ্বিতীয় সারির দল ওয়াটফোর্ডকে, আর্সেনাল ২-০ গোলে পরাজিত করে প্রিমিয়ার লীগের প্রতিদ্বন্দ্বী হাল সিটিকে। এছাড়া লিভারপুল ২-১ গোলে পরাজিত করে চতুর্থ সারির দল এএফসি উইম্বেল্ডনকে। পরাশক্তি ম্যানইউকে প্রথমার্ধে রুখে দিয়েছিল ইওভিল। বিরতির পর দুই গোল আদায় করে পরবর্তী পর্ব নিশ্চিত করে রেড ডেভিলসরা। কিন্তু জয়টা খুব সহজে আসেনি। ম্যানইউর জয়ে একটি করে গোল করেন এ্যান্ডার হেরেরা ও আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রথমার্ধে কোন গোল পেতে দেয়নি স্বাগতিক ইওভিল। বিরতির পর ৬৪ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন হেরেরা। ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। আরেক ম্যাচে জেমস মিলনারের জোড়া গোলে পিছিয়ে পড়েও শেফিল্ডকে হারিয়ে চতুর্থ পর্ব নিশ্চিত করে ম্যানসিটি। দ্বিতীয় সারির দল ওয়াটফোর্ডের বিরুদ্ধে সহজ জয় পেলেও প্রথমার্ধে কোন গোল পায়নি চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজরা তিনটি গোলই পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে উইলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা চেলসি। ফরাসী স্ট্রাইকার লোইক রেমির পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৭০ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোরের উৎসদাতা রেমি। দুই মিনিট পর তৃতীয় গোলটি করেন কুর্ট জুমা। এ্যানফিল্ড ছাড়ার ঘোষণার পরের ম্যাচেই আলো ছড়ান স্টিভেন জেরার্ড। তারকা এই মিডফিল্ডারের জোড়া গোলে ভর করে দ্য রেডসরা ২-১ গোলে হারায় এএফসি উইম্বেল্ডনকে।
×