ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ জানুয়ারি ২০১৫

নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং নারী উদ্যোক্তা ইউনিটসহ এসএমই বিভাগকে আরও একধাপ এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নবনিযুক্ত মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। স্বপন কুমার বলেন, এসএমই বিভাগকে আরও একধাপ এগিয়ে নিতে অনেকগুলো লক্ষ নিয়ে কাজ করছি। এর মধ্যে অন্যতম লক্ষ হচ্ছে নারী উদ্যোক্তা সৃষ্টি। নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই ঋণ কার্যক্রমকে আরও জোরদার করা হবে বলে তিনি জানান। আগামীতে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস এবং বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দুজন করে নতুন নারী উদ্যোক্তা তৈরির পাশাপাশি তাদের ঋণ বিতরণ কার্যক্রম ও তদারকি করা হবে। বাংলাদেশ ব্যাংকের গৃহীত উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো আরও জোরদার করা হবে। এজন্য বিগত বছরগুলোয় নেয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করা হবে। কোথাও কোন নতুন নীতিগত সিদ্ধান্ত ও উদ্যোগের প্রয়োজন হলে সেগুলো করা হবে।
×