ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে নিরাপত্তা বৃদ্ধি

প্রকাশিত: ০৩:৩৪, ২৪ জানুয়ারি ২০১৫

ইউরোপে মার্কিন  সামরিক ঘাঁটিতে  নিরাপত্তা বৃদ্ধি

ইউরোপে যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্রান্সে জঙ্গী হামলা, বেলজিয়ামে গ্রেফতারের পাশাপাশি ইরাক ও সিরিয়া থেকে ইউরোপীয় জিহাদীদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনজনিত উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এটিকে সতর্কতামূলক পদক্ষেপ বলে উল্লেখ করে বলেছেন, ইউরোপে মার্কিনীদের লক্ষ্য করে নির্দিষ্ট কোন হুমকির গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। খবর ডন, এবিসিনিউজ ও সিএনএন। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড তাদের বাহিনীর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। তবে এর অংশ হিসেবে কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ইউরোপে অবস্থিত ঘাঁটিগুলোতে প্রবেশের সময় তল্লাশি চালাতে সামরিক চেকপোস্টে অতিরিক্ত সদস্য মোতায়েন এই ধরনের পদক্ষেপের অন্তর্ভুক্ত হতে পারে। প্যারিসে ৭ জানুয়ারির হামলার পর সর্বত্র সন্ত্রাসবিরোধী অভিযান বাড়ানোর ফলে ইউরোপ জুড়ে উগ্র ইসলামপন্থী জঙ্গীদের হুমকি নিয়ে উদ্বেগ বেড়েছে।
×