ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪০, ২৩ জানুয়ারি ২০১৫

রাজধানীতে বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। কাকরাইল মোড়ে ছিনতাইকারীরা দুই ভ্যানচালককে এলোপাতাড়িকে ছুরিকাঘাত করেছে। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার সকালে পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাকায় নার্গিস আক্তার (১৯) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নার্গিস পূরবী মার্কেটে কেজি গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর বাড়ি ভোলা সদরে। তিনি কালশীর লালমাটিয়া এলাকায় থাকতেন। ছিনতাই ॥ ভোরে কাকরাইল মোড়ে ছিনতাইকারীরা আরিফ (৫৫)ও আব্দুল মালেক (৩৫) নামে দুই ভ্যানচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভ্যান ছিনিয়ে নেয়া চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা যাত্রাবাড়ী ধোলাইপাড় সাবান ফ্যাক্টরি গলিতে বসবাস করেন।
×