ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরস্কার ঘোষণার দুই ঘণ্টা পর পিকেটারকে গণধোলাই

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ জানুয়ারি ২০১৫

পুরস্কার ঘোষণার দুই ঘণ্টা পর পিকেটারকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারীকে হাতেনাতে ধরিয়ে দেয়ার জন্য মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার ঘোষণার মাত্র দু’ঘণ্টা পর যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাংচুরের সময় স্থানীয় জনতা ধাওয়া করে এক পিকেটারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় জেলার উজিরপুর উপজেলার সাতলা-সানুহার সড়কের হস্তিশু- ঈদগাহ মার্কেট এলাকায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আটককৃত পিকেটার কচুয়া গ্রামের বিএনপি ক্যাডার সহিদুল ঢালীকে (৪৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সূত্রমতে, গত রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার নামক এলাকায় চলন্ত ট্রাককে লক্ষ্য করে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে নিহত হন ট্রাকের হেলপার সোহাগ হাওলাদার (১৮)। এ ঘটনার পর নাশকতা প্রতিরোধে উজিরপুর মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র উদ্যোগে পূর্বের চেয়ে আরও কঠোর উদ্যোগ গ্রহণ করা হয়। সর্বশেষ বুধবার বিকেলে জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœতকারীকে হাতেনাতে ধরিয়ে দেয়ার জন্য মডেল থানার ওসি তার ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার ঘোষণা করেন। এ ঘোষণার মাত্র দু’ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রীবাহী বাসে হামলাকারীদের স্থানীয় জনতা ধাওয়া করে সহিদুল ঢালী নামের এক পিকেটারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
×