ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে হাক্কানি ও জামাত- উদ দাওয়া নিষিদ্ধ

প্রকাশিত: ০৪:২১, ২৩ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে হাক্কানি ও জামাত- উদ দাওয়া নিষিদ্ধ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় কর্ম পরিকল্পনা কার্যকর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ সংগঠনের তালিকায় জামাত-উদ দাওয়া (জেইউডি) ও হাক্কানি নেটওয়ার্কের নাম অন্তর্ভূক্ত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ক ও জামাত-উদ দাওয়াকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিষয়টি বিলম্বিত হয়েছে। তবে তিনি বলেন, পেশোয়ারে সেনা পাবলিক স্কুলে বেআইনি ঘোষিত তেহরিক ই তালেবানের সন্ত্রাসীদের হামলার পরিপ্রেক্ষিতে সরকারকে ভাল তালেবান এবং মন্দ তালেবানের মধ্যে কোন পাথর্ক্য না করে জঙ্গী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে। খবর ডন অনলাইনের। ডন ডটকম যে নথিপত্র পেয়েছে তাতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তালিকায় হরকত উল জেহাদ ইসলামী হরকত উল মুজাহেদিন, ফালাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন, উম্মাহ তামির ই নও, হাজী খায়রুল্লাহ হাজী সাত্তার মানি এক্সচেঞ্জ, রাহাত লিমিটেড, রোশন মানি এক্সচেঞ্জ, আলী আখতার ট্রাস্ট, আল রশিদ ট্রাস্ট, হাক্কানি নেটওয়ার্ক ও জামাত-উদ দাওয়ার নাম যুক্ত করেছে। ওই কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও তাঁর সাম্প্রতিক ইসলামাবাদ সফরে হাক্কানি নেটওয়ার্ক ও কেইউভিকে নিষিদ্ধের তালিকায় রাখার সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেন।
×