ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ৫ কোটি টাকার টেন্ডার ছিনতাই

প্রকাশিত: ০৪:০২, ২৩ জানুয়ারি ২০১৫

রাজশাহীতে ৫ কোটি  টাকার টেন্ডার  ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের সামনে রাজশাহী ওয়াসার পাঁচ কোটি টাকা কাজের টেন্ডার বাক্সসহ ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। ওয়াসা সূত্র জানায়, সম্প্রতি রাজশাহী নগরে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কাজের কয়েকটি প্যাকেজের প্রায় ৫ কোটি টাকার দরপত্র আহবান করা হয়। বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন। দরপত্র জমা দেয়ার জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি ও নগরের সপুরা এলাকায় অবস্থিত ওয়াসা কার্যালয়ে একটি বাক্স রাখা ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্ত্বরা ওয়াসা কার্যালয়ে হামলা চালিয়ে দরপত্র বাক্স ছিনিয়ে নিয়ে যায়। আগে থেকেই কর্তৃপক্ষ তাদের কার্যালয়ে পুলিশ মোতায়েন করেছিল। সেখানে বহিরাগত লোকজন ঢোকার খবর পেয়ে বিজিবি সদস্যরাও আসে। তবে সবার সামনেই দরপত্রসহ বাক্স নিয়ে বের হয়ে যায়। পরে অফিসের বাইরে গিয়ে দরপত্রের কাগজপত্র নিয়ে বাক্স ফেলে রেখে যায়। এ সময় পুলিশ দুইজনকে আটক করলেও অফিস চত্বরের বাহিরে নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেয়। ওয়াসার তত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মামুদ বলেন, দরপত্র ছিনতাই হতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশে খবর দিয়েছিলেন। পুলিশ ছাড়াও সেখানে বিজিবি সদস্যরাও এসেছিলেন।
×