ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০২:৪৮, ২৩ জানুয়ারি ২০১৫

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে  সংঘর্ষ ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুরে তাড়াশের মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে বিবদমান জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। গ্রামবাসী ও পুলিশ জানায়, গ্রামের মোক্তার হোসেন ও মিজানুর রহমান ইদিলের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান ইদিল তার লোকজন নিয়ে বিবদমান জমিতে বোরো ধান লাগাতে গেলে অপরপক্ষের লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে বাগবিত-ার একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা, বল্লম, রডসহ ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মিজানুর রহমান ইদিল (৫০), গহের উদ্দিন (৫৫), মতিউর রহমান (৩০), শাহিন হোসেন (৩৫), আশকান আলী (৬০), আব্দুস সামাদ (৪৫), মোক্তার হোসেন (৫০), দুখুনী বেগমসহ (৪০) উভয়পক্ষের ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আটজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×