ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নিহত এক

প্রকাশিত: ০২:৪৭, ২৩ জানুয়ারি ২০১৫

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ জানুয়ারি ॥ শিবচরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের ছোড়া গুলিতে জাহাঙ্গীর বেপারী (৩৪) নামের এক চানাচুর ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়াও এক নারীসহ আহত হয়েছেন চারজন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর বেপারী ভদ্রাসন এলাকার নুরুল ইসলাম বেপারীর ছেলে। পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার ৩টার দিকে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের কাইকরপাড়া এলাকার মুদি ব্যবসায়ী জঙ্গল সাহার বাড়ির দরজা ভেঙ্গে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ওই ঘরের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। মালামাল লুট করে যাওয়ার সময় ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসী। এ সময় ডাকাতরা এলাকাবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে প্রতিবেশী জাহাঙ্গীর বেপারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ডাকাতদের হামলায় সুশান্ত সাহা (৩৮), প্রশান্ত সাহা (৩৪), চম্পা সাহা (৩০) ও বাড়ির মালিক জঙ্গল সাহা (৬৮) গুরুতর আহত হন। অপর দিকে বুধবার রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বন্দরের পাঁচ দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এছাড়াও একই রাতে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাজারের পাশে হাবিব তালুকদারের বাড়ির সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
×