ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসের অভিযোগ স্বীকার সিরিয়া ফেরত ব্রিটিশ জিহাদীর

প্রকাশিত: ০৪:৪৩, ২২ জানুয়ারি ২০১৫

সন্ত্রাসের অভিযোগ স্বীকার সিরিয়া ফেরত ব্রিটিশ জিহাদীর

ব্রিটেনের এক জিহাদী সিরিয়ায় ছয়মাস অতিবাহিত করার পর দেশে ফিরে সন্ত্রাসের অভিযোগ স্বীকার করেছেন। সিরিয়ায় থাকা অবস্থায় তিনি নিজের ভুয়া মৃত্যু সংবাদ দিয়েছিলেন। ব্রিটেনে ফিরতে যেন হয়রানির শিকার হতে না হয় সেজন্য তিনি এই ভুয়া খবরটি প্রচার করেছিলেন। কিন্তু তাকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। ইমরান খওয়াজা নামের ২৭ বছর বয়সী সিরিয়া ফেরত ওই ব্রিটিশ নাগরিক চারদফা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিরিয়ার একটি জিহাদী প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে অস্ত্র চালনা শিখে ব্যবহারের উদ্দেশে অস্ত্র গ্রহণ করেন বলে গত বছর এক শুনানিতে তিনি স্বীকার করেন। তিনি যেন অপরাধ স্বীকার করতে পারেন সেজন্য এ বিষয়ে তার ওপর থেকে আইনগত প্রতিবন্ধকতা তুলে নেয়া হয়েছিল বলে ব্রিটেনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের শুনানিতে জানানো হয়। তার বাড়ি পশ্চিম লন্ডনের হান্সলোতে। পুলিশ জানিয়েছে, খওয়াজা যে গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেটি সিরিয়ায় জিহাদীদের রিক্রুট করতে ব্যাপক প্রচারণা চালিয়েছিল। সৌদি আরবের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, রিয়াদের সঙ্গে খোলামেলা আলোচনার জন্য পস্তুত রয়েছে তেহরান। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন সাদেকির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন তিনি। খবর ওয়েবসাইটের। আলী শামখানি বলেন, সৌদি আরবের সঙ্গে খোলামেলা, স্বচ্ছ এবং সব বিষয়ে আলোচনা শুরু“ করাই ইরানের নীতি। আঞ্চলিক এই দুই শক্তির মধ্যে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংক্রান্ত সব বিষয় অন্তর্ভুক্ত করা যায়। শামখানি বলেন, মুসলিম বিশ্বের এ গোলযোগপূর্ণ পরিস্থিতিতে ইরান ও সৌদি আরবের মতো দেশগুলোর আরও গতিশীল ভূমিকা রাখা উচিত। গভীর, আন্তরিক ও সৎ এ ভূমিকা আইএসএর মতো উগ্রবাদী সন্ত্রাসীগোষ্ঠীকে প্রতিহত করতে সহায়তা করবে বলে জানান তিনি।
×