ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’

প্রকাশিত: ০৩:২৮, ২২ জানুয়ারি ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর বগুড়া এরিয়া ও ১১ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্ট অনুষ্ঠিত হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’। মনোমুগ্ধকর এ আয়োজনে সুরের মূর্ছনা, নৃত্যের তাল ও ছন্দের পাশাপাশি থাকবে নানাবিদ আয়োজন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এসআই টুটুল, নকুল কুমার বিশ্বাস, নির্ঝরসহ জনপ্রিয় শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন শখ, সোহেলসহ বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর উর্ধতন ব্যক্তিবর্গসহ এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী প্রমুখ। শামীম আরা মুন্নীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। এটিএন বাংলা এ সাংস্কৃতিক আয়োজনটি মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়া থেকে সরাসরি সম্প্রচার করবে আজ সন্ধ্যা ৭-৫০ মিনিটে।
×