ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালউদ্দিন ফের বিমানের চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:৪৫, ২১ জানুয়ারি ২০১৫

জামালউদ্দিন ফের বিমানের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিমানের চেয়ারম্যান হয়েছেন এয়ারমার্শাল জামাল উদ্দিন। গত বছরের পরিচালনা পর্ষদের সব সদস্যকে বহাল তবিয়তে রেখেই মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। বিমানের কোম্পানি সচিব ফজলুর রহমান জনকণ্ঠকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের চূড়ান্ত অনুমোদনের পর মন্ত্রণালয়ের মাধ্যমে মঙ্গলবার সকালেই বিমানের সদর দফতর বলাকায় এ সংক্রান্ত আদেশ পৌঁছে। জানা যায়, বাইশ দিন পর আজ বুধবার দুপুরে নতুন পর্ষদের পুরানো চেয়ারম্যান এয়ারমার্শাল জামাল উদ্দিন বলাকায় যাবেন। বিমানের নবাগত বিদেশী ব্যবস্থাপনা পরিচালক কেইল হেয়্যুদের সঙ্গে আজই তার প্রথম প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাত হচ্ছে। পর্ষদের বাকি সদস্যরা হচ্ছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ আবুল কালাম আজাদ, বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল কাদের, বিমানবাহিনীর এয়ারভাইস মার্শাল আবু এসরার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম সানাউল হক, বিচারপতি মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল ও এসএম জাকারিয়া।
×