ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনেই লোকসানে ন্যাশনাল ফিড মিলস

প্রকাশিত: ০১:৪৬, ২১ জানুয়ারি ২০১৫

দ্বিতীয় দিনেই লোকসানে ন্যাশনাল ফিড মিলস

অর্থনৈতিক রিপোর্টর ॥ প্রথম দিনে আশানুরূপ মুনাফা পেলেও দ্বিতীয় দিনেই লোকসানে গেল ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার সেরা-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে কোম্পানিটি। এদিন ন্যাশনাল ফিডের দর কমেছে ৯ শতাংশেরও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শুরুর দ্বিতীয় দিনে এ শেয়ারের দর কমেছে ৯.৮৮ শতাংশ বা ৪.২০ টাকা। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৩৮ টাকা থেকে ৪২.৬০ টাকায় ওঠানাম করে এবং সর্বশেষ লেনদেনটি হয় ৩৮.৩০ টাকায়। দিনভর এ কোম্পানির ২২ লাখ ৯৭ হাজার ৬৭৫টি শেয়ার মোট ৭ হাজার ৫৯বার হাতবদল হয়। আর এদিন ৯ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকার লেনদেন করে ন্যাশনাল ফিড। এর আগে সোমবার ন্যাশনাল ফিডের দর বেড়েছিল ৩২৩ শতাংশ বা ৩২.৩০ টাকা।
×