ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেগ বা জাতিসংঘে না গিয়ে সরাসরি আলোচনায় বসুন

প্রকাশিত: ০৩:১৯, ২০ জানুয়ারি ২০১৫

হেগ বা জাতিসংঘে না গিয়ে সরাসরি আলোচনায় বসুন

ইসরাইলী প্রেসিডেন্ট রিউভেন রিভলিন আন্তর্জাতিক অপরাধ আদালত বা জাতিসংঘে তৎপরতার পরিবর্তে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান জন ম্যাককেইনের নেতৃত্বে মার্কিন সিনেটরের একটি প্রতিনিধি দলের সফরকালে রিভলিন বলেন, সরাসরি আলোচনা ছাড়া আর কোন পথ নেই। একতরফা পদক্ষেপ সংঘাতের সমাধান করতে পারবে না, বরং চরমপন্থীদের আরও শক্তিশালী করবে। আমি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানাচ্ছি, হেগ বা জাতিসংঘে না গিয়ে জেরুজালেম আসেন। ইসরাইলী সরকার ও জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করুন। খবর এএফপির। ইসরাইলী সেনাবাহিনী গত বছরের জুলাই ও আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালায়। তখন উভয়পক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে। গাজায় ইসরাইলের রক্তক্ষয়ী ওই অভিযানে নিহত ২ হাজার ২০০’র বেশি মানুষের বেশির ভাগই ছিল বেসামরিক লোক। ইসরাইলী বোমা ও গোলায় গুঁড়িয়ে যায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি হাসপাতাল। গাজা থেকে ফিলিস্তিনী কট্টর সংগঠন হামাসের রকেট নিক্ষেপ বন্ধ করার জন্যই ওই অভিযান চালানো হয় বলে দাবি করেছিল ইসরাইল। এরপর নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনে ফিলিস্তিনীরা। গত মাসে তারা সংস্থাটির সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করে। আগামী ১ এপ্রিল থেকে ফিলিস্তিন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বিবেচিত হবে। আইসিসির কৌঁসুলিরা শুক্রবার জানান, গত বছরের ১৩ জুলাই পর্যন্ত গাজায় ইসরাইলের কর্মকা- একেবারে স্বাধীন ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। ইসরাইলের দখলদারিত্বের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের চেষ্টা করেছিল ফিলিস্তিন। তবে তা বাতিল হয়ে যায়। ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তীব্রভাবে এর নিন্দা জানায়।
×